অফিসের নাম |
চলমান কর্ম্সূচি |
বাস্তবায়নকারী এনজিও |
|
০১ |
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
|
প্রকল্পের নাম : আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি প্রকল্পের মেয়াদ : শিখন কেন্দ্র চালুর তারিখ হতে ৩৪ মাস অনুমোদনের তারিখ : - কর্মএলাকা : মেহেরপুর জেলার ৩(তিন টি উপজেলা) ১ম পর্যায় : মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা কোর্সের মেয়াদ : ১ম, ২য় ও ৩য় শ্রেণীর জন্য এনসিটিবি’র কারিকুলম অনুসরণ করে ১৮ মাস (৬ মাস করে ৩ শ্রেণীতে ১৮ মাস এবং ৪র্থ ও ৫ম শ্রেণী (১২ মাস করে ২ শ্রেণীতে ২৪ মাস সর্হ মোট ৪২ মাস। প্রতি উপজেলায় কেন্দ্র সংখ্যা : ৭০ টি (শিক্ষার্থী জরিপের ভিত্তিতে ) প্রতি শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা : ৩০ জন প্রতি উপজেলায় শিক্ষার্থী সংখ্যা : পুরুষ শিক্ষার্থী ৭০ ×৩০=২১০০ জন ৩ (তিন) উপজেলায় সর্ব্ মোট শিক্ষার্থী ৬৩০০ জন শিক্ষার্থীর বয়ষ : ০৮ হতে ১৪ বছর ( নিরক্ষর / ঝরে পড়া) । কর্মসূচী বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এনজিও : মানব উন্নয়ন কেন্দ্র (মউক), আমঝুপি, মেহেরপুর। কর্মসূচী বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এনজিও কর্তৃক চুক্তির তারিখ : ২৭ আগস্ট ২০২০খ্রি: বাস্তবায়ন, মনিটরিং ও নীতি নির্ধারণী কমিটি : D N FEC ( জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি), U N FEC (উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি), ইউনিয়ন কমিটি (ULC): (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে ইউনিয়ন উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি) এবং CMC ( কেন্দ্র সভাপতির সভাপতিত্বে কেন্দ্র ম্যানেজমেন্ট কমিটি )। |
মানব উন্নয়ন কেন্দ্র (মউক), আমঝুপি, মেহেরপুর।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস