আাউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অফিস স্থাপন, ভনেন্টিয়ার/কর্মী নির্বাচন, ম্যানেজমেন্ট স্টাফ, প্রোগ্রাম সুপারভাইজার ও শিক্ষক/শিক্ষিকা নির্বাচনের কাজসহ জরীপের কাজ সম্পন্ন হয়েছে। মেহেরপুর জেলায ২১০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গাংনী উপজেলায় ৮০টি ৭০টি গত ১৫.১২.২০২১ তারিখে এবং ১০টি গত ০১.০১.২০২২ তারিখে, মেহেরপুর সদর উপজেলায় ৭০টি গত ১৫.১২.২০২১ তারিখে এবং মুজিবনগর উপজেলায় ৬০টি গত ১৫.১২.২০২১‘ তারিখে চালু হয়েছে। শিক্ষক-তত্ত্বাবধায়কদের ১২ দিন ব্যাপী বুনিয়াদিী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের কোর্স সমাপণী মূল্যায়ন সমাপ্ত হয়েছে। উক্ত শিক্ষার্থীদের ৫ম শ্রেণিতে ভর্তি পূর্বক ৫ম শ্রেণির বই সরবরাহ করা হয়েছে। পাঠদান কার্যক্রম চলছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস