Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance
 

অফিসের  নাম

চলমান কর্ম্‌সূচি

বাস্তবায়নকারী এনজিও

০১

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 

 

প্রকল্পের নাম : মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)

প্রকল্পের মেয়াদ : ফেব্রুয়ারী ২০১৪ – জুন ২০১৯

অনুমোদনের তারিখ : একনেকের ১১ ফেব্রুয়ারী ২০১৪ তারিখের সভায় অনুমোদিত।

কর্মএলাকা : মেহেরপুর  জেলার  ২( টি উপজেলা)

১ম পর্যায় : গাংনী ও  মুজিবনগর উপজেলা

কোর্সের মেয়াদ : ৬ (ছয়) মাস ( চেতনা ১ম ও ২য় খন্ড)

প্রতি উপজেলায় কেন্দ্র সংখ্যা :  ৩০০ টি  (শিক্ষার্থী জরিপের ভিত্তিতে )

প্রতি কেন্দ্রে শিফট্  সংখ্যা : ০২ টি  (১টি পুরুষ ১টি মহিলা সিফট)

প্রতি শিফটে  শিক্ষার্থী সংখ্যা : ৩০ জন

প্রতি উপজেলায় শিক্ষার্থী সংখ্যা : পুরুষ শিক্ষার্থী ৩০০ ×৩০=৯০০০ জন

                                      মহিলা শিক্ষার্ধী ৩০০ ×৩০=৯০০০ জন

 ১ টি উপজেলার মোট শিক্ষার্থী সংখ্যা : পুরুষ শিক্ষার্থী  ৯০০০×২ =১৮০০০ জন

                                              মহিলা শিক্ষার্থী  ৯০০০×২ =১৮০০০ জন

সর্ব্‌ মোট শিক্ষার্থী ৩৬০০০ জন

শিক্ষার্থীর বয়ষ :    ১৫ হতে ৪৫ বছর ( নিরক্ষর / ঝরে পড়া) ।

কর্মসূচী বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এনজিও : সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা  ও মেহেরপুর ফাউন্ডেশন

কর্মসূচী বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এনজিও কর্তৃক চুক্তির তারিখ :  ১০ জুলাই ২০১৭ খ্রি:

বাস্তবায়ন, মনিটরিং ও নীতি নির্ধারণী    কমিটি  : D N FEC ( জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি), U N FEC (উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি),

ইউনিয়ন কমিটি (ULC): (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে ইউনিয়ন উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি) এবং CMC ( কেন্দ্র সভাপতির সভাপতিত্বে কেন্দ্র ম্যানেজমেন্ট কমিটি )।

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা ও মেহেরপুর ফাউন্ডেশন।